
০৭ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন:-সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ছাত্রলীগ নেতা ফারুক হোসেন রাসুর পিতা জনাব ওবায়দুল হক (গ্রাম সরকার) হৃদ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৭.৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……………রাজিউন।)
তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে তিনি পরিবার পরিজন,আত্মীয়-স্বজন,গুণগ্রাহী, অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।অনলাইন সোনাগাজীর আলোর পাঠক ফোরামের সদস্য রাসুর পিতার মৃত্যুতে সোনাগাজীর আলো পরিবারের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।সোনাগাজীর আলো পরিবার গভীর শোকাহত,ব্যাথিত,মর্মাহত।মহান আল্লাহ পাক যেন তাদেরকে এই শোকাবহ মুহূর্ত ধারণ করার সাহস ও শক্তি দান করেন।
প্রার্থনা করছি, মহান রাব্বুল আলামিন যেন মরহুম কে জান্নাতবাসী করেন।
আমিন________।
