২৯ অক্টোবর,১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-চিকিৎসকদের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে সিলেটে জামায়াত নেতাদের মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। সিলেটের যুগ্ম জজ দ্বিতীয় আদালতে বৃহস্পতিবার বিকেলে এ মামলাটি দায়ের করেন কানাইঘাট উপজেলার উমরগঞ্জের হালিমা বেগম। আদালত মামলাটি গ্রহণ করেছেন জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমদ বলেন, সিলেট নগরীর নাইওরপুলস্থ মা-মনি হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় শিশুপুত্রের মৃত্যুর অভিযোগে হালিমা বেগমের দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে হাসপাতালের চেয়ারম্যান ডা. এমএ মতিন, পরিচালক ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. আজির উদ্দিন আহমদ, নির্বাহী পরিচালক মোদাব্বির হোসেন, পরিচালক সৈয়দ মোহাম্মদ খসরু, মুজিবুল হক, ব্যবস্থাপক জামাল আহমদ, ইন্টার্ন চিকিৎসক ডা. আবু নাঈম আহমদ ও ডা. সেতু ভৌমিককে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর তিন মাস বয়সী অসুস্থ ছেলে আফনানকে নিয়ে হালিমা বেগম শিশু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের কাছে যান। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত জানিয়ে ডা. মতিন তাকে হাসপাতালে ভর্তি করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু ভর্তির পর তারা রোগীর প্রতি কোনো গুরুত্বই দেননি। রোগীর যথাযথ চিকিৎসা না করে অতিমাত্রার ইনজেকশন প্রদানের ফলে এক পর্যায়ে শিশুটির মৃত্যু হয়।সুত্র-এবি নিউজ
