
৩১ অক্টোবর,১৬
নিজস্ব প্রতিবেদক:-ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম মাষ্টার মাইন্ড জাহাঙ্গির কবির আদেল রবিবার বিকালে জামিনে মুক্তি পেয়েছেন। একাধীকবার তিনি জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বলে নিজেকে দাবী করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ২০ মে শহরের একাডেমী সড়কে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারি গাড়ীতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় অন্যদের মত জাহাঙ্গীর আদেলের নাম আলোচিত হয়। ধৃত আসামীদের মধ্যে ১৭ জন আদালতে ১৬৪ ধারায় যে জবানবন্ধি প্রদান করে তারা সবাই জাহাঙ্গীর আদেলের নাম উল্লেখ করে।২০১৫ সালের ১২ জানুয়ারি ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদেল ও জিয়াউল আলম মিষ্টার জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। পরে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। বুধবার উচ্চ আদালতের একটি বেঞ্চে তার জামিন আদেশ মঞ্জুর করে বলে জানা যায়। জামিন আদেশের কপি ফেনী জেলা কারাগারে পৌছলে যাচাই-বাছাই শেষে কুমিল্লা কারাগারে পৌছানো হয়। দীর্ঘ ২১ মাস ১৩ দিন কারাভোগের পর গতকাল রবিবার কুমিল্লা কারাগার থেকে জামিন লাভ করেন। এর আগে চলতি বছর ফেনী পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়াউল আলম মিষ্টার ও ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী জামিনে মুক্তি পান।
