
২১ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন:- ০৫ মাস কারা ভোগের পর জামিনে মুক্তিলাভ করেছেন সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ন সম্পাদক দাউদুল ইসলাম মিনার।শুক্রবার সকালে তিনি ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম।প্রসঙ্গত গত ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে প্রচারনার সময় তাকে ৫ সহযোগী সহ র্যাব গ্রেফতার করে।গ্রেফতারের পর র্যাব জানিয়েছিলো মিনারের গাড়ীতে অস্ত্র ও গুলি পাওয়া গেছে।যদিও মিনারের পরিবার অস্ত্র পাওয়ার বিষয়টি সাজানো নাটক বলে নির্বাচন থেকে দুরে রাখার অপকৌশল বলে অবহিত করে।পরে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখলের মাধ্যমে সরকার দলীয় প্রার্থী মোশারফ হোসেন বাদল জয়লাভ করে এমন অভিযোগ করে বিএনপি।
