অাবদুল্যাহ রিয়েল : প্রকাশ- ২০ অক্টোবর ২০১৬।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবদীন হত্যা মামলায় জব্দকৃত সিএনজি অটোরিক্সার চালক তাজুল ইসলাম (২২) কে মঙ্গলবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। শহরের দাউদপুল ব্রীজ সংলগ্ন স্টার লাইন মেজর ফ্লাওয়ার মিলস্ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ফেনী মডেল থানার একদল পুলিশ দাউদপুল ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। এসময় বালিগাঁও ইউনিয়নের মধুয়াই এলাকার আবুল বশরের ছেলে তাজুল ইসলামকে গ্রেফতার করে। সে হত্যাকান্ডের দিন ব্যবহৃত সিএনজি অটোরিক্সা চালক। জয়নাল আবদীনকে হত্যার পর ধানক্ষেতে সিএনজি অটোরিক্সা ফেলে পালিয়ে যায় তাজুল। ঘটনার দিন রাতে মেহেদী-সাঈদী বিদ্যানিকেতন সংলগ্ন স্থান থেকে সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফেনী থেকে বাড়ি যাওয়ার পথে মধুয়াই বড় পোল সংলগ্ন স্থানে দলীয় কোন্দলের জের ধরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা কুপিয়ে ও গুলি করে জয়নাল আবেদীনকে হত্যা করে। এ ঘটনায় তার পিতা হাফেজ আহম্মদ বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামাল উদ্দিনকে প্রধান আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
