
১২ অক্টোবর ১৬
পৌর প্রতিনিধি-ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দিদার(১৮),মোস্তফা(১৮),সুমন(২০) ও জীবন(২০) নামের ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের আরামবাগ এলাকার একটি পরিত্যাক্ত টিনশেড কলোনী থেকে তাদের গ্রেফতার করেন ফেনী মডেল থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদসহ সংগীয় ফোর্স। এসময় ৫ টি খেলনা পিস্তল,৫ টি ছোরা, শাবল, মাদকগ্রহন করার সরাঞ্জম ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায়,ওই কলোনীতে বসবাস করে চক্রটি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি,চুরি-ডাকাতি ও ছিনতাই করে আসছে।বুধবার দুপুরে কলোনীতে বসে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য দিদার(১৮),মোস্তফা(১৮),সুমন(২০) ও জীবন(২০) কে গ্রেফতার করে পুলিশ।এসময় ৫ টি খেলনা পিস্তল,৫ টি ছোরা, শাবল, মাদকগ্রহন করার সরাঞ্জম ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
