Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

দাগনভূইয়ায় সৌদি প্রবাসীকে হত্যার চেষ্টা

দাগনভুঞা প্রতিনিধি: প্রকাশ- ৬ অক্টোবর ২০১৬, বৃহষ্পতিবার।

image-17-920x558-picsay
ফেনীর দাগনভূইয়ায় চাঁদার দাবিতে সৌদি প্রবাসী আবদুল হামিদকে (৩২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের অলাতলী বাজারে এঘটনা ঘটে।
আহতের শশুড় মো. মহিউদ্দিন সোনাগাজীর অালোকে জানান, সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরেছেন তার মেয়ের জামাই আবদুল হামিদ। দেশে ফেরার পর থেকে হামিদের পাশ্ববর্তী বাড়ির আবদুল হক ডিলারের ছেলে সাইদুল হক কাজল তার সন্ত্রাসীরা হামিদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। এক পর্যায়ে হামিদ ৫০ হাজার টাকা দিলেও তাতে সন্তুষ্ট না হওয়ায় আরো টাকা দাবি করে কাজল। প্রবাসী হামিদ টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে তাকে বাজারে ডেকে নিয়ে যায় সন্ত্রাসী কাজল। এসময় তার লোকজন হামিদের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির ধমক দেয়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে সন্ত্রাসীরা হামিদের মাথায় চাপাতি দিয়ে এলাপাথারি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেলা সদর হাসপতালে প্রেরণ করে।
আহত আবদুল হামিদ জানান, সন্ত্রাসী সাইদুল হক কাজল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাদি ও সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা। এঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্থরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *