
২৮ অক্টোবর ১৬
দাগনভূঞা প্রতিনিধি :ফেনীর দাগনভূঞায় জায়গা সম্পত্তি বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় চার নারী আহত হয়েছে |বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মিজি বাড়ীতে এ ঘটনা ঘটে | এ ঘটনায় একই বাড়ীর মৃত মজিবুল হকের ছেলে খায়েজ আহম্মদ ও পেয়ার আহম্মদ আলোর স্ত্রী ফাতেমা বেগমকেও আসামী করা হয়েছে | পূর্ব পরিকল্পিতভাবে খায়েজ আহম্মদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে |হামলায় আহতরা হলো. রোকেয়া বেগম. তুনজিনা আক্তার. ময়ুরের নেছার ও ফারভীন আক্তার | হামলায় আহত তুনজিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন | দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন | এদিকে হামলায় আহত তুনজিনা আক্তারের দেবর ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান জানান. হামলাকারী সন্ত্রাসী খায়েজ আহম্মদ উল্টো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে |
