দাগনভূঞা প্রতিনিধিঃ প্রকাশ- ২২ অক্টোবর ১৬।
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের প্রবাসীর স্ত্রী মেহেরুন নাহারের চলাচলে সম্পত্তি জোর পূর্বক দখল করে ওয়াল নির্মান করেছে ফরিদ আহম্মদ গং নামের এক ভূমি দস্যু।
ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ২৭নং গনিপুর মৌজার ১০৬০,৬১ নং দাগের ১৩ শতাংশ সম্পত্তি জোর পূর্বক দখল করে ওয়াল নির্মান করে প্রতিপক্ষরা। প্রতিবাদ করলে দেড়লাখ চাঁদা দাবী করে। না দেয়ায় চলাচলের পথ বন্ধ দেয়। বিষয়টি লিখিত ভাবে ভূক্তভোগী পুলিশ সুপারকে জানালে তদন্ত করে বিষয়টি বিহীত ব্যবস্থা নেয়ার জন্য সহাকরী পুলিশ সুপার (সার্কেল) কে নির্দেশ দেয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে কাগজপত্র পর্যালোচনা করে ওই প্রবাসীর স্ত্রীর ৫৪০৩, ৪১৭০ দলিল মোতাবেক ১৩ডিং সম্পত্তি বুঝে দেয়া জন্য ভূমি দস্যু ফরিদ আহম্মদ গংদের নির্দেশ দেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম। বুঝে দেওয়ার জন্য অঙ্গিকারনামা প্রদান করে প্রতিশ্রুতি রক্ষা করে প্রতিপক্ষরা। গত শনিবার দুপুরে সম্পত্তি বুঝে দেওয়ার জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তোফায়েল আহম্মদ, ইউপি সদস্য সালা উদ্দিন, গোলাম সরওয়ার, জিয়াউর রহমান হায়দার সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা ঘটনাস্থলে উপস্থিত হলেও প্রতিপক্ষ ফরিদ আহম্মদ গংরা সেনবাগে এক আত্মীয় মারা গেছে মর্মে মিথ্যা কথা বলে সটকে পড়ে। ভূক্তভোগি মেহেরুন নাহার কান্না জড়িত কণ্ঠে জানান, প্রতিপক্ষরা সমাজের আইনকানুন মানে না। আমার দখলীয় মালিকীয় জায়গা জোরপূর্বক দখল করে ক্ষান্ত হয়নি উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। যাদের প্রেরিত রেমিটেন্সে এদেশের অর্থনীতির শাখা সচল অথচ তাদের পরিবার পরিজন যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা যাবে কোথায়। প্রশাসন ভূমি দস্যু ফরিদ আহম্মদ গংদের কবল থেকে ঐ প্রবাসির সম্পত্তি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্থানীয়রা প্রত্যাশা করে।
