Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ধর্মপুর ইউপি নির্বাচনে পুনঃতফসিলের রিট খারিজ

ফেনী প্রতিনিধিঃ প্রকাশ- ২৬ অক্টোবর ১৬।

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপি নির্বাচনের পূনঃতফসিলের রিটটি বাতিল করেছেন সুপ্রিম কোটে ।

সুপ্রিম কোর্টের অবকাশ কালিন ব্যাঞ্চের বিচারপতি নাঈমুল হায়দার চৌধুরী বিদেশ ফেরত দক্ষিণ  আফ্রিকা প্রবাসী শহীদুল ইসলাম নামের বাদীর রিটটি বাতিল করেন।

জানাযায়, ধর্মপুর ইউপি নির্বাচনের পূনঃ তফসিল চেয়ে গত ২৪অক্টোবর সোমবার হাইকোর্টে রিট করেন। রিট নং ১৩৪০৯ পরিপ্রেক্ষিতে  শহীদুল ইসলামের কাছে রিটের বিষয়ে জানতে চাইলে তিনি রিট করেননি বলে জানান।

শহীদুল ইসলাম আরো জানান, আমি কোন রিট করি নাই এবং আমার স্বাক্ষর জাল-জালিয়াতি করে কে বা কারা রিট করেছে। আমার স্বাক্ষর জাল-জালিয়াতি করার কারনে আমি রিটের বিরুদ্ধে মঙ্গলবার (২৫অক্টোবর) সকালে ফেনী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করি, ডায়েরী নং ১০/৭০।

রিটটি ভূয়া প্রমানিত হওয়ায় সুপ্রিম কোর্টের অবকাশ কালিন ব্যাঞ্চের বিচারপতি নাঈমুল হায়দার চৌধুরী রিটটি বাতিল করেন।

অন্যদিকে নৌকার প্রতীক শাহাদাত হোসেন শাকা এ ধরনের ভূয়া রিটের প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিষ্টার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ নং ১২৯০।

উল্লেখ্য যে, গত ৬ষ্ঠ দফা ইউপি নির্বাচনে ফেনীর সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু সিমানা বিরোধের অজুহাতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আজহারুল হক আরজু হাইকোর্টে রিট করলে নির্বাচন স্থগিত হয়ে যায়। সম্প্রতি সময়ে আরজুর রিটটি হাইকোর্টে খারিজ হলে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *