৩১ অক্টোবর,১৬
সদর প্রতিনিধি-ফেনীর ধর্মপুর মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ায় সাকা সমর্থক হানিফের ১০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ওই কেন্দ্রে ফেনী জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের জাল ভোট দেয়ার সময় হাতেনাতে মো. হানিকে (৩৫) আটক করে স্থানীয় জনতা। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিমের আদালতে হাজির করা হলে তিনি এর সত্যাতা পেয়ে হানিফে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। সে মঠবাড়িয়া গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে।সে আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাকার সমর্থক। এসময় সাকাও উপস্থিত ছিলেন।
