
৩০ অক্টোবর ১৬
শহর প্রতিনিধি-ফেনী মডার্ন সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকসহ ফেনী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সোনিয়ার মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সীলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা হক হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দিয়েছে।এসময় জেলা সিভিল সার্জন অফিসার ডা: ইলিয়াছ ভুইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে ঘটনার সাথে জডিতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।রবিবার সকালে কলেজ প্রবেশদ্বারের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রসংগত,২৬ অক্টোবর রাতে প্রসূতি জান্নাতুল ফেরদাউস সোনিয়াকে ফেনী মর্ডাণ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ’র অবহেলায় অপারেশনের পর নবজাতক শিশু ও সোনিয়ার মৃত্যু হয়।
