সোনাগাজী প্রতিনিধি প্রকাশ- ৫ অক্টোবর ২০১৬

সোনাগাজী উপজেলার নবাবপুরে অামিরাবাদ বি.সি লাহা উচ্চ বিদ্যালয়ে নারী ও শিশু নির্যাতন, যৌতুক বাল্য বিবাহ এবং ইভটিজিং বিষয়ে সচেতনতামুলক অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুৃষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার বিদর্শী সম্ভৌধী চাকমা।
বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুৃষ্ঠিত সভায় অারো বক্তব্য রাখেন অধ্যক্ষ লূৎফা খানম। এসময় সকল শিক্ষকবৃন্দ ও ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন!
