সোনাগাজীর অালো ডেস্কঃ :১ অক্টোবর ২০১৬, শনিবার।

বিমানবন্দর থেকে গণভবন। সর্বত্রই এক অন্যরকম পরিবেশ। দীর্ঘ প্রায় ১৪ কিলোমিটার সড়কের দু ’পাশ যেন জনারণ্য। উৎসবের আমেজে চারদিকে শুধু মানুষ আর মানুষ। জনতার ঢলে রাজপথ যেন জনসমুদ্র। আর এ দীর্ঘ পথের দু ’ধারে দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি ছিটিয়ে , বাদ্য-বাজনার তালে সেøাগানে সেøাগানে লাখো মানুষ বরণ করে নিয়েছেন তাদের প্রিয় নেত্রীকে। গণসংবর্ধনায় হাতি – ঘোড়া, টমটম , অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের বাস – ট্রাকসহ কোন কিছুরই কমতি ছিল না। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও ঢাকার স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের নেতৃত্বে হাতি -ঘোড়া টমটমসহ আশিটি বাস – ট্রাকের মহড়া জনতার দৃষ্টি কাড়ে। এছাড়া র্যাংগস ভবন মোড় থেকে গণভবন পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলের বিপুলসংখ্যক এমপির উপস্থিতি নতুন মাত্রা যোগ করে।
জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার পর শুক্রবার এভাবেই লাখো মানুষের পুষ্পবৃষ্টি আর হƒদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হন শেখ হাসিনা।
১৭ দিনব্যাপী কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারী সফর শেষে দেশে ফিরে নিজ সরকারী বাসভবন গণভবনেও উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে পৌঁছার পর ‘আজি বাংলাদেশের হৃদয় হতে, কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী , ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে , তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ’ Ñ দেশবরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার এই গানে এবং বরেণ্য নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামিম আরা নিপার নৃত্যের তালে তালে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়।
নৃত্যগীত আর ফুলে ফুলে গণভবনে প্রধানমন্ত্রীকে বরণ করেছেন লেখক-কবি , শিক্ষাবিদ , সামাজিক -রাজনৈতিক- সাংস্কৃতিক কর্মীরা। বিমানবন্দর থেকে গণভবনের গেট পর্যন্ত ফুলে ফুলে সিক্ত প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পর জাতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক , নাট্যজন রামেন্দু মজুমদার, সংস্কৃতিকর্মী নাসির উদ্দিন ইউসুফ , সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা , নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও শিবলী মহম্মদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় এসব বরেণ্য ব্যক্তির সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গণভবনে উপস্থিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। এমনই উষ্ণ অভ্যর্থনা আর মায়াবী ভালবাসায় মুগ্ধ প্রধানমন্ত্রী কিছুক্ষণ নির্বাক থাকেন। প্রধানমন্ত্রীকে এ সময় বেশ উচ্ছ্বসিত , আনন্দিত দেখা যায়।
সম্পাদনা / সৈয়দ মনির।
