
২৮ অক্টোবর ১৬
বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুল কাদের কে উদ্দেশ্য করে ফেসবুকে খোলা ছিঠি শিরোনামে স্ট্যটাস দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রতিযশা আইনজীবি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ,ম রেজাউল করিম।আওয়ামী রাজনীতির নিবেদিত প্রান শ,ম রেজাউল করিমের স্ট্যাটাসে ইতিমধ্যে তোলপাড় চলছে।তার এ স্ট্যাটাসে ইতিমধ্যে হাইব্রীড় শিবিরে চরম আতংক বিরাজ করার খবর পাওয়া যাচ্ছে। পাঠকদের সৌজন্য শ,ম রেজাউল করিমের ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।
খোলা চিঠি : কাদের ভাই:
হাইব্রীড, মৌসূমী পাখি, ও বসন্তের কোকিলদের আওয়ামীলীগে ঠাই হবেনা, এটা-ই আপনার গুরুত্ব পূর্ন ঘোষনা। আপনার এই ঘোষণা আপনার বড়ধরনের চ্যালেঞ্জ। সেই ১৯৮০ সাল থেকে আপনাকে চিনি। আপনার নেতৃত্বে আন্দোলন করেছি। জেল জুলুম, শারীরিক নির্যাতনের দু:সহ কস্ট এখনো আমাকে তাড়া করে ফেরে। আমি আওয়ামী রাজনীতিতে বিশ্বাসঘাতক দেখেছি বার বার। এরা দলের ভীতরে থেকেই বিশ্বাস ঘাতকতা করেছে বার বার। ১/১১ এর মহা দু:সময়েও বিশ্বাসঘাতক দেখেছি। মাননীয় প্রধান মন্ত্রী, আপনার এবং আরো অনেকের আইনজীবী হিসাবে কাজ করেছি জীবনের ঝুকি নিয়ে। দল, সরকার গঠনের পরে আমি দেখেছি অনেক কে, যারা শেখ হাসিনার মুক্তিও চায়নি, বরং….চেয়েছে।
তারা অনেকেই এখন দল ও সরকারে সুপ্রতিষ্ঠিত। আপনার অজানা থাকার কথা নয়। অনেক জেলায় মুল নেতাদের বাদ দিয়ে হাইব্রীড, মৌসূমী তথা ভাড়ায় আসা লোকদের দিয়ে কমিটি গঠন করে পরীক্ষিত নেতাদের বাদ দেয়া হয়েছে। অনেক হাইব্রীড আপনাকে অভিনন্দন জানাচ্ছে পত্রিকায় বিশাল বিজ্ঞাপন দিয়ে। লক্ষ্য, আপনার দৃস্টি আকর্ষন।
প্রিয় কাদের ভাই,
হাইব্রীড, মৌসূমী ও বসন্তের কোকিলদের সংখ্যা এখন অনে—-ক, অনে——–ক বেশী। তাকিয়ে আছি আপনার চ্যালেঞ্জ দেখতে।
দূর্নীতির বিষয়েও চাই আপনার খোলা অবস্থান।
আপনি হেরে গেলে আমরাও হেরে যাবো…
প্রিয় কাদের ভাই,
আপনার জয় হোক।
