Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজীতে প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময়

 

শাখাওয়াত হোসেন : প্রকাশ- ২১ অক্টোবর ১৬।

৩১ অক্টোবর ফুলগাজী উপজেলার ৬টি ইউপিতে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিগনের সাথে প্রশাসনের এক মত বিনিময় সভা ২০ অক্টোবর দুপুরে ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মেছবাহ উদ্দিন।

ফুলগাজী উপজেলা নির্বাহি অফিসার কিসিঞ্জার চাকমা’র সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অনিল বনিক, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফুলগাজী থানা অফিসার ইন চার্জ এমএম মোর্শেদ পিপিএম, সহকারী কমিশনার ভূমি ফাতেমাতুজ জোহরা উপমা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
বিআরডিবির এআরডিও গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন
১নংফুলগাজী ইউপির নুরুল ইসলাম (আ’লীগ) আবুল হোসেন (বিএনপি), কাজী রহিম (জাসদ) মনির আহমেদ আরশাদি (ইসলামি আন্দোলন বাংলাদেশ)

২নংমুন্সিরহাট ইউপির নুরুল আমিন ভুঁইয়া (আ’লীগ) হানিফ আহমেদ বাবু (বিএনপি)

৫নংজি,এম,হাট ইউপির মো. মজিবুল হক (আ’লীগ) খোরশেদ আলম বাচ্চু (বিএনপি) সাইফুল ইসলাম (সতন্ত্র) ছলিম উল্লাহ (ইঃ আঃ বাংলাদেশ)

৬নংআমজাদ হাট ইউপির মীর হোসেন মিরু (আ’লীগ), কামাল হোসেন (বিএনপি), মোঃ গোলাম জাব্বার মজুমদার (জাসদ)। পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সকলের পারষ্পরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *