কবির আহমেদ নাছির, প্রকাশ- ১৫ অক্টোবর ২০১৬

ফুলগাজীতে জ্বীনের বাদশা নামে প্রতারক আবুল হোসেন (৪৫) কে গ্রফতার করে ফুলগাজী থানা পুলিশ। ১৪ অক্টোবর সন্ধায় ফুলগাজী থানার এসআই মোঃ হাসান উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুর্শেদ জানান প্রতারক জ্বীনের বাদশা আবুল হাসেম নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। খোঁজ নিয়ে ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতারক আবুল হাসেম অসংখ্য বিয়েও করে। এবং গুপ্তধন পেয়ে দেয়ার লোভ দেখিয়ে অসহায় নারীদের সতিত্ব নষ্ট করে। এ ব্যাপারে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯ এর দ্বারায় ৪১৯.৪২০ ও ৫০৬ দ্বারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
