অাবদুল্যাহ রিয়েল: প্রকাশ- ২১ অক্টোবর ২০১৬।
-ফেনীতে অস্রসহ মমিন (২৭) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পুর্ব কাজিরবাগ মৌলভী বাড়ির মৃত রুহুল আমিনের ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলায় ওয়ারেন্ট রয়েছে।অস্র উদ্ধারের ঘটনায় ফেনী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।
পুলিশ সুত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পুর্ব কাজিরবাগ মৌলভী বাড়িতে অভিযান চালায় ফেনী মডেল থানার এসআই খাইরুল ইসলাম ,এএসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।এসময় ওই বাড়ির মৃত রুহুল আমিনের ঘরের সামনে থেকে ১ টি এলজি ও ২ রাউন্ড গুলিসহ মমিন ডাকাতকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ফেনী মডেল থানা ও ফুলগাজী থানায় দায়েরকৃত হত্যাসহ ৬ মামলায় ওয়ারেন্ট রয়েছে। অস্র উদ্ধারের ঘটনায় ফেনী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।সে ওই গ্রামের মোস্তফার ছেলে।
