ফেনী শহর প্রতিনিধি : ১ অক্টোবর ২০১৬, শনিবার।

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচটি হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার বিকালে শহরের মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র এর আলোকে ওই স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আলী। এসময় আইন অমান্য করে নোংরা পরিবেশে খাবার পরিবেশন করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ফুড পার্ক ও শাহীন হোটেলের ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে ইত্যাদি-খায়ের হোটেলকে ৫ হাজার টাকা করে ও ডায়না হোটেলের ২ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত।

প্রত্যেকটি হোটেল রেষ্টুরেন্টেকে এভাবে চেক করা অছিত।