Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে সব্যসাচী সৈয়দ শামসুল হক স্মরণে শোক ও পংক্তিমালা

নিজস্ব প্রতিবেদক, প্রকাশ- ৭ অক্টোবর ২০১৬।

shafbd_1475848367
কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক স্মরণে ফেনীতে শোক ও পংক্তি মালার আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভূক্ত ফেনীর আবৃত্তি সংগঠনগুলো।
শুক্রবার (০৭ অক্টোবর) বিকাল সাড়ে সাড়ে ৪টায় ফেনী শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ও অনুরণন আবৃত্তি চর্চা কেন্দের প্রধান সমন্বয়কারী এডভোকেট রাশেদ মাযহারের সভাপতিত্বে, আবৃত্তি সংসদ ফেনীর সভাপতি এখলাস উদ্দিন খন্দকার বাবলু ও আবৃত্তি শিল্পী কাজী নুসরাত জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার এস.এম.টি কামরান হাসান, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মনজুর তাজিম, সময় টিভির ফেনী ব্যুরো ইনচার্জ বখতেয়ার ইসলাম মুন্না, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন।
অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করেন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মনজুর তাজিম, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক এ আর কাকলী, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এম এফ রহমান মিলন, আবৃত্তি সংসদ ফেনীর সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাফুল হক আরমান, আবৃত্তি শিল্পী আনিকা তাসমিন, রহমত উল্ল্যাহ সুমন। কবির আমার পরিচয় কবিতাটির বৃন্দ আবৃত্তি করেন আবৃত্তি সংসদ ফেনীর আবৃত্তি শিল্পীরা।
শোক সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেন, দেশকে জানতে হলে সৈয়দ শামসুল হককে অধ্যয়ন করতে হবে। তাকে জানতে হবে। কবির ধ্যান ধারণায় ছিল দেশ প্রেম এবং দেশের প্রতি সমাজের মানুষের দায়িত্ব।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *