Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রলীগ নেতা রাসেলের বাড়ীতে শোকের ছায়া

সংবাদদাতা:প্রকাশ ৪ অক্টোবর ২০১৬।
fb_img_1475743702652
দাগনভুঞায় সড়ক দুর্ঘটনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রাশেল নিহত হয়েছেন।সোমবার সকালে দুর্ঘটনায় মারাত্বক আহত হওয়ার পর চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।ফেনী সোনাগাজীর বাসিন্দা চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল জানান,বিশ্ব বিদ্যালয় বন্দ থাকার কারনে রাসেল মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগ যাচ্চিলো। পথিমধ্যে ফেনীর দাগনভুঞা থানার সিলোনিয়া নামক স্থানে পৌঁচলে বিপরীমুখি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেওয়ার পর তার মৃত্যু হয়।নিহত ছাত্রলীগ নেতা রাসেল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেষ্টি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।পরিবারের অনুরোধে মৃতদেহের ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হচ্চে বলে জানা গেছে।মৃতদেহ বহনকারী এম্বুল্যাঞ্চ থাকা ছাত্রলীগ নেতা নজরুল কান্নজড়িত কন্ঠে বলেন,ফেনীতে মেডিকেল কলেজ না থাকায় শুধুমাত্র চিকিৎসার অভাবে অকালে আমরা মেধাবী ছাত্র নেতাকে হারালাম।fb_img_1475743737949

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *