
০১ অক্টোবর ১৬
শহর প্রতিনিধি-আসন্ন দুর্গা পুজা উপলক্ষে ফেনীর ১৪১ টি পুজা মন্ডপে নিজাম হাজারী এমপির ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শনিবার বিকালে পৌর চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেস দত্তের সভাপতিত্তে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী,পৌর মেয়র হাজী আলাউদ্দিন।জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল অনুষ্ঠান পরিচালনা করেন।এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড,আক্রামুজ্জান, সহ-সভাপতি খাইরুল বাশার তপন, বিশিষ্ট ব্যাংকার শাহেদ রেজা শিমুল,পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,দাগনভুইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড,প্রিয় রঞ্জন দত্ত,সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন প্রমুখ উপস্থিত ছিলেন।
