অাবদুল্যাহ রিয়েল: প্রকাশ- ১৭ অক্টোবর ২০১৬।
ফেনী মাইজদী মহাসড়কে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানীতে রবিবার বিকালে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। নিহত নিজাম উদ্দিন (৩৫) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে। পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করে সোনাগাজীর অালোকে জানান, নিহত সৌদী প্রবাসী নিজাম উদ্দিন কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছিলো।
