Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীর শর্শদিতে অটো-রিক্সা চালক খুন

ফেনী সদর প্রতিনিধি, ০২ অক্টোবর ২০১৬, রবিবার।
fb_img_1475400837750
ফেনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে লোকমান হোসেন (৪৯)নামের এক অটো-সিএনজি চালককে হত্যা করেছে প্রতিপক্ষ । শনিবার গভীর রাতে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এ ঘটনা ঘটে। চিকিৎসাধীণ অবস্থায় লোকমান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে নোয়াবাদ এলাকার দোকানদার নিজাম উদ্দিন নিহতের পুত্র সোহেলকে ক্যারাম খেলা নিয়ে ব্যাপক মারধর করে প্রতিপক্ষ। পরে সোহেলের পিতা লোকমান হোসেন এর প্রতিবাদ করতে গেলে দোকানদার নিজাম হাতাহাতির এক পর্যায়ে তাকে পেটে উপযুপরি চুরিকাঘাত করে ফেলে যায়।
মারাত্বক আহত অবস্থায় এলাকাবাসী প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সকাল ১১ টার দিকে চিকিৎসাধীণ অবস্থায় লোকমান হোসেন মারা যায়। নিহত লোকমান হোসেন পেশায় একজন অটো-সিএনজি চালক ছিল। তার পিতার নাম আবদুর রর ।
ফেনী মডেল থানার পরিদর্শক ( ওসি) মাহবুব মোশের্দ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত অাছে।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *