অাবদুল্যাহ রিয়েল: প্রকাশ- ২৮ অক্টোবর ২০১৬।
ফেনী সদর হাসপাতালে ডাক্তারের শূন্যতা অনিয়ম ও অব্যবস্থাপনায় রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ফেনী সদর হাসপাতালে যে ডাক্তারদের সংযুক্ত করা হয় তাদের কর্মস্থলে অনুপস্থিতির ফলে স্বাস্থ্যা সেবা ভেঙে পড়েছে।
ফেনী ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকের মধ্যে ৪৬ জন ডাক্তার, ৯ জন কনসালটেন্টসহ ৫৫ জন ডাক্তারের মধ্যে ৩৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে ২১টি পদই খালি। হাসপাতালে কর্মরত রয়েছে মাত্র ৫-৬ জন ডাক্তার। তত্ত্বাবধায়ক নার্স ৮ জনের মধ্যে ৪ জনের পদ শূন্য। অন্যান্য চিকিৎসক ৭৯ জনের মধ্যে ৪৮ জনের পদ শূন্য। সিনিয়র স্টাফ নার্স ৯০ জনের মধ্যে ৯০ জনই শূন্য। মেডিকেল টেকনোলজিস্ট ৪০ জনের মধ্যে ৩৩ জনের পদ শূন্য। ক্লিনার ৫৭ জনের মধ্যে ৪১টি পদই শূন্য। নিরাপত্তা প্রহরী ১৫ জনের মধ্যে ৯টি পদ শূন্য থাকায় হাসপাতালের সেবা কার্যক্রম ভেঙে পড়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবির হাসপাতালের ডাক্তার শূন্যতার কথা স্বীকার করে জানান, ৫ উপজেলা থেকে ১৮ জন ডাক্তারকে সদর হাসপাতালে সংযুক্তি দেয়া হয়েছে। কিন্তু সঠিক পরিচালনা ও তত্ত্বাবধানের অভাবে ডাক্তাদের জবাবদিহিতা না থাকার কারণে হাসপাতালের ডাক্তাররা সময়মত উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছেন না। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
