Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বেহাল দশা

 

মো শরিয়ত উল্যাহ রিফাত: প্রকাশ ২২ অক্টোবর ১৬।

ফেনী থেকে সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের  বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে জনদূর্ভোগ বেড়ে এখন চরমে।এ যেন দেখার কেউ নেই। সোনাগাজী উপজেলা থেকে ফেনীর পথে  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ২/৪টি দূর্ঘটনা।শুক্রবার বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিভিন্ন সড়কের যাত্রীরা অভিযোগ করেছেন সড়কের বেহাল দশার কারণে সিএনজি অটোরিক্সা ও রিক্সা ভাড়া বৃদ্ধি পেয়েছে দ্বিগুন। বাধ্য হয়ে চালকদের দিতে হচ্ছে যাত্রীদের কষ্টার্জিত অতিরিক্ত অর্থ। লালপোল,নতুন বাজার, গৌবিন্দপুর ,কলঘর, হাজীর বাজার, বালুয়া চৌমুহনী, ধলিয়া,ডাকবাংলা মতিগঞ্জ, সাতবাড়ীয়া, সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কসহ অর্ধশতাধিক স্থানে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়কে বড়-বড় গর্ত দেখা দিয়েছে। ফেনী-সোনাগাজী সড়কে প্রতিদিন চলাচল করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়
যাতায়াতকারী কয়েকশত যানবাহন । অন্যদিকে প্রধান সড়কের দুরাবস্থার ফলে যানবাহন বিকল্প
সড়কে চলাচল করায় ইতিমধ্যে সেসব সড়কে ফাটল সৃষ্টি হয়েছে।
সড়ক নির্মান ও মেরামতে বরাবরই ঠিকাদারী প্রতিষ্ঠানের
বিরুদ্ধে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সঠিক পরিমান না দিয়ে কাজ করার অভিযোগ তুলেছেন বিভিন্ন সড়কের যাত্রী ও স্থানীয়রা। এলাকাবাসী জানিয়েছেন, কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে ঠিকাদাররা নিম্নমানের কাজ করেও পার পেয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *