নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ২৪ অক্টোবর ১৬। ১১:০০
সোনাগাজী উপজেলা বগাদানা থেকে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
জানা যায়, ৫ অক্টোবর রাতে ব্রাহ্মণী বাজার বাদশা মিয়ার বাড়ীতে হানা দেয় ডাকাতদল। এসময় তাদেরকে বাধা দিলে দস্যুদের চুরিকাঘাতে গৃহকর্তা মাইনুল হক গুরুতর অাহত হন।
এ ঘটনায় পরদিন মাইনুল হকের স্ত্রী নুর জাহান বাদী হয়ে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নুর জাহান জানান, ওই রাতে ডাকাতদলে বোরহান ছিল, বাকিরা মুখোশ পরিহিত তাই চেনা যায়নি।
পুলিশ জানায়, সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে নদোনা গ্রামের নুর অাহম্মদের ছেলে বোরহান উদ্দিন (২৫) ও অাউরাখিল গ্রামের সাহাবুদ্দিন এর ছেলে সুজন (২৪) কে গ্রেফতার করে এস আই অাবুল খায়ের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন সোনাগাজীর অালোকে জানান, তারা চিহ্নিত ডাকাত ও মাদক বিক্রেতা।
মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির সোনাগাজীর অালোকে জানান, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ বহু অভিযোগ রয়েছে।
সম্পাদনা / সৈয়দ মনির।
