Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

বাংলাদেশ – ইংল্যান্ড সিরিজে সমতা

সৈয়দ মনির অাহমদ , অক্টোবর ৯, ২০১৬

tiger-win

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। সফরকারীদের ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো স্বাগতিকরা। ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

জয়ের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের পক্ষে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন জশ বাটলার। হাফসেঞ্চুরি পূরণ করে একটু একটু করে এগিয়ে নিচ্ছিলেন ইংল্যান্ডের স্কোর। প্রতিরোধ গড়ে তোলা ইংলিশ অধিনায়ককে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। জোরালো এলবিডাব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ, আর সেটা আসে স্বাগতিকদের পক্ষেই। বাটলারকে আউট করায় এখন চালকের আসনে বাংলাদেশ। ইংল্যান্ডের স্কোর ২৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান। লক্ষ্য তাদের ২৩৯ রান।

২৬ রানে নেই ৪ উইকেট। কঠিন চাপে পড়া ইংল্যান্ড ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল জশ বাটলার-জনি বেয়ারস্টোর জুটিতে। বিপর্যয় কাটিয়ে দলীয় স্কোর ১০০ ছাড়ায় ইংলিশরা। তার পরই তাসকিন আহমেদের আঘাত, এই পেসার বেয়ারস্টোকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্ল্যাভসবন্দি করে ভাঙেন এই জুটি। তার আউটের পর ক্রিজে আসা মঈন আলীকে দ্রুত ফিরিয়েছেন নাসির হোসেন। এই অলরাউন্ডারকে সাকিবের দুর্দান্ত ক্যাচে ফেরত পাঠান নাসির।

আরেকটি মাশরাফি-জাদু, আরেকটি উইকেট। সরাসরি বোল্ডে আউট করলেন বেন স্টোকসকে। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ওপর ঝড় বইয়ে দেওয়া বাংলাদেশ অধিনায়ক জেমস ভিন্সের পর আরেক ওপেনার জেসন রয়কেও ফিরিয়েছেন আগেই। এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি রয়কে।

শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। প্রথম উইকেট পেতেও খুব একটা অপেক্ষায় থাকতে হয়নি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে মাশরাফি ফিরিয়েছেন জেমস ভিন্সকে। ইংলিশ ওপেনার ধরা পড়েন মোসাদ্দেক হোসেনের হাতে। এর পর পরই আবার আঘাত সাকিব আল হাসানের। এই অলরাউন্ডারের ঘূর্ণি বল বুঝতেই পারেননি বেন ডাকেট। সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

tiger-pori

সিরিজে টিকে থাকতে গেলে জয় ছাড়া কোনও পথ নেই-এমন সমীকরণ সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে শুরু করার চাপটা নিতে পারেনি বলেই কিনা অনেক দিন পর ব্যাটিংয়ে বিপর্যস্ত টাইগাররা। এর পরও ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রান যে করতে পেরেছে, তা ওই মাহমুদউল্লাহর অসাধারণ হাফসেঞ্চুরির সঙ্গে শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার ঝোড়ো ব্যাটিংয়ে। অনেক দিন পর একাদশে সুযোগ পাওয়া নাসির হোসেনও জবাব দিয়েছেন নির্বাচকদের আস্থার।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *