Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

বাংলাদেশ সিমান্তে বার্মার নাসাকা বাহিনীর উপর হামলা: ১৪ নাসাকা অফিসার নিহত

 

 

fb_img_1476022885109

রোহিঙ্গা মুসলমানদের উপর নাসাকা হামলার ফাইল ছবি

৯ অক্টোবর ২০১৬

সোনাগাজীর আলো ডেস্ক:-বাংলাদেশের সাথে মিয়ানমার সীমান্তের কাছে রক্ষীদের (নাসাকা)তিনটি ছাউনিতে সমন্বিত এক হামলায় বহু মানুষ নিহত হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, এই আক্রমণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৯ জনই বার্মার পুলিশ অফিসার।

কর্মকর্তারা বলছেন, খুব ভোরে এই হামলা চালানো হয়।

তবে কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও পরিষ্কার নয়।

তবে রাখাইন রাজ্যের একজন কর্মকর্তা হামলার জন্যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওকে দায়ী করেছেন।

কর্মকর্তারা বলছেন, আক্রমণকারীরা তিনটি ছাউনিতে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র ও বেশ কয়েকটি বন্দুক লুট করে নিয়ে গেছে।

মিয়ানমারের এই রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে।

বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার রোহিঙ্গা।সুত্র-বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *