সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ১০ অক্টোবর ২০১৬ সোমবার।

বিশ্বে যেমনি উন্নয়নের রোল মডেল বাংলাদেশ তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরন ও বাংলাদেশ। এখানে সকল ধর্মীয় উৎসব গুলো সকলেমিলে উপভোগ করেন। সকল অমঙ্গল কে বিদায় জানিয়ে শুভ শক্তির মাধ্যমে পৃথিবীকে সুখ শান্তিতে বাসযোগ্য করতে দেবী দুর্গার অাবির্ভাব ঘটেছে।
সোমবার সন্ধায় সোনাগাজীর শ্রী শ্রী রাধা -গোবিন্দ মন্দির পরিদর্শন কালে পথসভায় এসব কথা বলেন জেলা প্রশাসক অামিন উল অাহসান। মন্দিরের সভাপতি মিহির বরন নাথ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নরত্তোম সাহা পলাশের সঞ্চালনায় পথসভায় অারো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন, বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অাবদুর রহিম খোকন, প্যানেল চেয়ারম্যান অজয় কর শীল ভুট্টু প্রমূখ।

পথসভা শেষে অথিতিবৃন্দ শিশুদের নৃত্য উপভোগ করেন ও মন্দির এলাকা ঘুরে দেখেন এবং ভক্তদের সাথে কৌশল বিনিময় করেন। এর অাগে জেলা প্রশাসক সোনাগাজী পৌরসভাস্থ কেন্দ্রিয় মন্দির পরিদর্শন করেন।
