
অক্টোবর ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :-পাকিস্তানের বেলুচিস্তানে দেশটি সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার তিন সেনা সদস্য নিহত হয়েছে।
ফ্রন্টিয়ার কর্পস জানিয়েছে, বেলুচিস্তানের সাবজাল রোডে সেনা সদস্যদের উপর হামলা চালায় জঙ্গিরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে।
পাক সেনাপ্রধান রাহিল শরিফ বৃহস্পতিবার জানিয়েছিলেন, সম্প্রতি ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই বেলুচিস্তানে আধাসামরিক সেনা সদস্যের উপর হামলার ঘটনা ঘটলো।
