
১৯ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন:-মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটি ক্ষমতায় অথচ ফেনীতে মহান মুক্তিযুদ্ধ ও আসাম্প্রদায়িক আদর্শের প্রতিপলন ও প্রচারের জন্য কোন সংবাদপত্র নেই।কিন্তু এ আদর্শের বিপরীত আদর্শ যারা লালন ও পালন করে তাদের সংবাদপত্রের অভাব নেই।যার ফলে ফেনীতে মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী প্রচুর সংবাদ কর্মী তৈরী হয়েছে।যারা ক্ষমতায় থাকা দলটির শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে বাদ দিয়ে পুরো মুক্তিযুদ্ধের আদর্শকে ধবংস করছে অত্যান্ত সুকৌশলে।তাদের কুট খেলায় ২/১ জন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংবাদ কর্মী হওয়ার চেষ্টা করলেও পেরে উঠতে পারছেনা।মিষ্টিবাসী কুট বুদ্ধির এ লোকগুলো ক্ষমতাসিন দলের নেতাকর্মীদের এমনভাবে গ্রাস করেছে যে তারা আর্থিকভাবে লাভবান হচ্চে।কিছু কিছু পত্রিকা রয়েছে যেখানে মুক্তিযুদ্ধের আদর্শের সংবাদ কর্মীর প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ।অথচ পত্রিকাগুলো ঘেটে দেখলে দেখতে পাবেন সব ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মী,প্রতিষ্ঠান,সরকারী বিজ্ঞাপন,এমন কি শুরেশ খাটি সরিষার তেল মার্কা নিউজ।জানিনা তাদের এ কুট খেলা কখন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির ফেনীর ক্ষমতাশীন দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারবে।কেউ যখন কারো সমালোচনা করেনা তখন বুঝতে হবে ঘসেটি বেগমের ষড়যন্ত্র চলছে।যে ষড়যন্ত্র পুরো মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে।ফেনীতে তারা তিনগ্রুপে ভাগ হয়ে খেল্লেও তাদের রয়েছে আলাদা গোপনীয় গ্রুপ।২৮ জনের গ্রুপটি আবার চারভাগে আলাদা হয়ে খেলছে।তাদের প্রকাশ্যে কাজ হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংবাদ কর্মীদের সমালোচনা করা,এমন কোন বদনাম নেই যে তারা প্রচার করেনা।প্রচারের সময় এমন মিষ্টি ভাষা ব্যাবহার করবে যে কেউ মনে করবে তারা ফেরেস্তা।বলতে পারেন এগুলো কেন লিখছি? লক্ষ্য একটাই মুক্তিযুদ্ধের চেতনার শেষ বারেটা যেন না বাজে।সময় কিন্তু এখনো পুরিয়ে যায়নি।আপনারা অন্তত একটা সংবাদপত্র বের করেন যাতে করে সংবাদ কর্মী হিসেবে যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তারা বেচে থাকতে পারে এবং নতুন চেতনার সংবাদ কর্মী তৈরী হতে পারে।মরুভুমির উট কিন্তু চরম প্রতিকুল পরিবেশে টিকে থাকতে পারে।সুতরাং চরম প্রতিকুল পরিবেশে টিকে থাকার পুজিটা অন্তত করে নিন।এটা ভাবার কোন কারন নাই যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি সবসময় ক্ষমতায় থাকবে।পুনশ্চ:-যাহা হওয়ার যথেষ্ট হয়েছে এখনি সময় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার।একটা কথা মনে রাখা দরকার তারা কিস্তু কখনো এ চেতনার লোকদের ছাড় দেবেনা।তাদের অতীত কিন্তু এটাই স্বাক্ষ্য দেয়।
