Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

মর্ডান হাসপাতাল’র অবহেলার কারনে কলেজ ছাত্রী ও তার গর্ভের সন্তান মৃত্যু

 

 

ফেনী শহর প্রতিনিধি :প্রকাশ- ৩০ অক্টোবর ১৬।

ফেনী শহরের এস,এস,কে রোড়ে অবস্তিত মর্ডান সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতির কারনে ফেনী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদাউস সোনিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে ।এর প্রতিবাদে কলেজ প্রাঙ্গনে রবিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করবে কলেজ শিক্ষার্থীরা।

সোনিয়ার পরিবার সুত্র জানায়,২৬ অক্টোবর বুধবার সোনিয়ার সন্তান ডেলীভারী হওয়ার কথা ছিল ।তাই তাকে ওই দিন রাত ৮ টার দিকে ফেনী মর্ডান সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয় ।কিন্তু ডাক্তার না থাকায় তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে কর্তৃপক্ষ ডাক্তার আসবে বলে আশ্বস্ত করে।

পরবর্তীতে রাত আনুমানিক ১১ টার দিকে অভিজ্ঞ ডাক্তার আসছে বলে কতৃর্পক্ষ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়।সেখানে তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান তার মৃত সন্তান হয়েছে।এর কিছুক্ষন পরে এসে তারা জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে সোনিয়া মৃত্যুবরণ করেন।পরে তারা খোঁজ নিয়ে দেখেন সেখানে কোন অভিজ্ঞ ডাক্তার ছিল না।সেবিকা দিয়ে ডেলীভারী করানোর কারনে সোনিয়া ও তার সন্তানের মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গনে রবিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করবে কলেজ শিক্ষার্থীরা।

 

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *