
২০ আগষ্ট ১৬
সাইফ আরিফ,কাতার সসংবাদদাতা:-গত ১৮ই অক্টোবর ২০১৬ইং মঙ্গলবার “সোনাগাজী সমিতি কাতার”-এর মসিক সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম (মিষ্টার)-এর মৃত্যুতে নিম্মের সিদ্ধান্ত গৃহীত হয়।
১,সদস্যপদ ক্লোজ করা ।
২,সঞ্চয় আমানত হস্তান্তর করা ।
৩,এককালীন সহায়তা প্রদান ।
সমিতির সভাপতি মোকারম আলী চৌধুরী (সাহাদ)এর সভাপতিত্বে উক্ত সভায় মরহুম ইব্রাহিম (মিষ্টার)এর সঞ্চয় আমনত সহ সমিতির সেবা ফান্ড থেকে এককালীন সহায়তা প্রদান করা হয় ।
মরহুম ইব্রাহিম(মিষ্টার)-এর নিকট আত্মীয় মোঃ আরিফুর রহমানের কাছে নগদ এক লক্ষ টাকা(১,০০০০০/-) হস্তান্তর করেন সমিতির সভাপতি মোকারম আলী চৌধুরী (সাহাদ), সভায় আরও উপস্হিত ছিলেন সমিতির সেক্রেটারি – হুমায়ুন কবির, অর্থ সম্পাদক-মাসুদ আলম,সহ-অর্থ সম্পাদক- নুর ইসলাম পলাশ, সিনিয়র সহ-সভাপতি- জাবেদ হোসেন, সহ-সভাপতি- ফখরুল ইসলাম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক- সাইফ আরিফ ও উপদেষ্টা মন্ডলীর সদস্য- মোতাহের হোসেন ।
