Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

লা মেরিডিয়ান হোটেলে চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করলেন খালেদা জিয়া

 

img20161014122432fb_img_1476455524239

অক্টোবর ১৪, ২০১৬

সোনাগাজীর আলো ডেস্ক:-বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর হোটেল কক্ষে তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়।রাষ্ট্রিয় প্রটোকল না থাকায় খালেদা জিয়াকে হোটেল কক্ষে গিয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে হয়েছে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া জানান, বাংলাদেশ আশা করে, উন্নয়নের ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে তার দেশ যে ভূমিকা রাখছে, তাতে বাংলাদেশ সবসময় চীনের পাশে থাকবে।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা খন্দকার মোশাররফ, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন, নজরুল ইসলাম খান ও জেনারেল মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *