Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

শীঘ্রই বেড়িবাঁধ নির্মান হবে – চর ছান্দিয়ায় সাংসদ রহিম উল্যাহ

 

সৈয়দ মনির অাহমদ : প্রকাশ ৮ অক্টোবর ২০১৬, শনিবার।

fb_img_1475951415414
সোনাগাজীর উপকুলিয় অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বন্যা প্রতিরক্ষা বাঁধ নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। শীঘ্রই বেড়িবাঁধ নির্মান হবে। উপকুলিয় এলাকায় ঘুর্নিঝড় মোকাবেলা করতে আরো কয়েকটি সাইক্লোন সেল্টার নির্মান করা হবে। বর্তমানে তিনটি সেল্টার নির্মানের কাজ প্রায় শেষ হয়েছে। শনিবার বিকালে দঃ পুর্ব চর ছান্দিয়া আয়োজিত জনসভায় এসব কথা বলেন ফেনী -৩ আসনের (সোনাগাজী -দাগনভুঞা) সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ।

fb_img_1475951440542
খতিব হাফেজ মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবক আবুল হাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি হাজী খোকন ও মুক্তিযোদ্ধা এনামুল হক মিন্টু। এসময় বক্তারা, শত ভাগ বিদ্যুতায়ন, সড়ক মেরামত, কাঁচা রাস্তা পাকা করন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *