Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সভাপতি চলে যাবার ৩৬ বছর পর নোয়াখালীতে  সাধারন সম্পাদক ফিরে এলেন!

 

fb_img_1477159000692

 

২৩ অক্টোবর ১৬

আবুল হোসেন রিপন:-বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামীলীগের ১২ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো ১৯৭৮ সালে ৩-৫ মার্চ।সেই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছিলো তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মালেক উকিল।সে সময় সাধারন সম্পাদক হয়েছিলো বঙ্গবন্দুর ঘনিষ্ট সহচর আব্দুর রাজ্জাক।১৯৮১ সালে ১৩ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির পদ নোয়াখালী থেকে সেই যে চলে গেছে আর ফিরে আসেনি।কিন্তু সভাপতি না ফিরলেও ৩৬ বছর পর বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোয়াখালীতে ফিরে এসেছে।২০১৬ সালের ২২-২৩ অক্টোবর আওয়ামীলীগের ২০ তম কাউন্সিলে সভাপতি হিসেবে বর্তমান সভাপতি প্রধানমস্ত্রী শেখ হাসিনা পু:নির্বাচিত হয়েছেন।একই সাথে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সভাপতি চলে যাওয়ার ৩৬ বছর পর সাধারন সম্পাদক নোয়াখালীতে ফিরে আসায় বৃহত্তর নোয়াখালীর দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্য বইছে।দলের হাইব্রীড়দের অপকর্মের  বিরুদ্ধে ওবায়দুল কাদের দীর্ঘদিন সরব রয়েছে।সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার ফলে ওবায়দুল কাদের প্রকৃত আওয়ামীলীগেরর মুল্যায়ন করবেন এমনটা প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *