
২২ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন:- বাংলাদেশ আওয়ামীলীগের ২২ তম কাউন্সিলে আগত কাউন্সিলর ডেলিগেট ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পানি বিতরন করছেন এনা পরিবহন।মৎস ভবন মোড়ে এনা পরিবহনের ভ্রাম্যমান ট্রাক থেকে পানি বিতরন করা হচ্চে।সংবাদটি লিখার সময় সম্মেলনে আগত চীনা কমিউনিষ্ট পার্টির প্রতিনিধি বক্তব্য রাখছেন।
