
১৩অক্টোবর ১৬
বিশেষ প্রতিনিধি:-পরশুরামের বিরোধপূর্ণ মুহুরীর চর সমস্যা সমাধানের চেষ্টা অভ্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার পরশুরাম সীমান্তের মজুমদার হাট বিজিবি ক্যাম্প ও মুহুরীর চর পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে এ পর্যন্ত যতগুলো চুক্তি সম্পন্ন হয়েছে তার প্রায় সবগুলোই বর্তমান সরকারের আমলে অগ্রগতি হয়েছে। সীমান্তে বাংলাদেশীদের হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারত সফরে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ শিং’র সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। এটিও বন্ধ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, যুগ্ম-সচিব দীপক চক্রবর্তী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমানস বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল প্রমূখ
