
১৭ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন: -ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ আব্দুর রহিম নামের যুবলীগ ক্যাডার কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।রবিবার গভীর রাতে তাকে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সেকেন্ড অফিসার গোলাম কিববিয়ার নেতৃত্বে একদল পুলিশ পাইকপাড়া সিএনজি গ্যারেজে অভিযান চালায়।পুলিশ এ সময় যুবলীগ ক্যাডার আব্দুর রহিমের কাছে একটি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।স্থানীয়রা জানান, অাবদুর রহিম ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে এবং যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান ,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৫ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে ।অস্ত্র,গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
