সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ২৫ অক্টোবর ১৬।
ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমানের নির্দেশে মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সহযোগিতায় দুটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
জানা যায় , ২৫ অক্টোবর মঙ্গলবার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের নতুন বাড়ীর অাবুল কালামের মেয়ে, আরএম হাট উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্রী(১৬) এবং মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের হাছান আলী মিয়াজী বাড়ির শেখ নুর উল্লাহ মানিকের মেয়ে ও দৌলতকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেনির এক শিক্ষার্থীর(১৬) বাল্য বিবাহের দিন তারিখ ধার্য্য ছিল। খবর পেয়ে ইউএনও মিনহাজুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে বিবাহ বন্ধের নির্দেশ দেন।
চেয়ারম্যান বাবু সোনাগাজীর অালোকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি তাৎক্ষনিক দুটি বাল্য বিবাহ বন্ধের নির্দেশ দেন। তাদের বাড়িতে গিয়ে পিতা-মাতাকে বাল্যবিবাহ বন্ধে ইএনও’র নির্দেশের বিষয়টি জানালে, তারা বিয়ে বন্ধের প্রতিশ্রুতি দেন এবং প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, স্থানীয় সাংবাদিক সৈয়দ মনির অাহমদ’র মাধ্যমে খবর জানতে পেয়ে তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বাল্য বিবাহ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তারা তাৎক্ষনিক সরেজমিনে গিয়ে বিয়ে স্থগিত করার অনুরোধ করে। দুই স্কুল ছাত্রীর পিতা মাতা বিবাহ বন্ধ করে পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
