
অপরাধ
২৬ অক্টোবর ১৬
নিজস্ব প্রতিবেদকঃসোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারি গ্রামের মানিক মেম্বারের বাড়ী থেকে মঙ্গলবার সন্ধ্যায় শাকিল(২৫) নামে এক বখাটে কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে মানিক মেম্বার বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, স্কুল পড়ুয়া ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করে। এ বিষয়ে মঙ্গলবার (২৫অক্টোবর) সকালে একটি সালিশি বৈঠক বসে। সালিশি মিমাংশা না হওয়ায় ভিকটিম বাদী হয়ে বখাটে দেলোয়ার হোসেন শাকিলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, শাকিল এক সন্তানের জনক। এলাকায় বখাটে হিসেবে পরিচিত। স্কুল ছাত্রীকে জোরপুর্বক সিএনজিতে তুলে শ্লীনতাহানীর চেষ্টার করেছিল। এ বিষয়ে স্থানীয়রা ফেনী পুলিশ সুপারের নিকট অভিযোগ করলে সন্ধায় তাকে গ্রেফতার করা হয়।
