শরিয়ত উল্যাহ রিফাত, সোনাগাজী : প্রকাশ- ২১ অক্টোবর ১৬, শুক্রবার ১৯:০০।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয় কতৃক অনুমোদীত ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজিস্ট ফাউন্ডেশন (ডব্লিও. আই.টি.এফ) এর অাঞ্চলিক শাখা সোনাগাজী এল. কম্পিউটার এন্ড অাইটি পার্কে দুই মাস ব্যাপী প্রশিক্ষনে উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন দৈনিক স্টার লাইন’র সোনাগাজী প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল সোনাগাজীর অালো’র নির্বাহী সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সৈয়দ মনির অাহমদ।
শুক্রবার বিকালে সনদ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অারো উপস্থিত ছিলেন প্রশিক্ষক বলরাম দাস, আইটি পার্কের পরিচালক জয়দেব দাস। সনদ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রুপনা রানী দেবী, মোহাম্মদ অালী, ইমদাদ হোসেন, সাদিয়া ইসলাম, ফাতেমাতুজ জোহরা, দোলন চন্দ্র দাস, সুমন চন্দ্র দাস ও শিপন দাস।
