Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে কেক কেটে শহিদ শেখ রাসেলের জম্মদিন পালন

 

received_1015240925253931

 

১৮ অক্টোবর ১৬

আবুল হোসেন রিপন:-জাতীর জনক বঙ্গবন্দু শেখ মজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহিদ শেখ রাসেলের জম্মদিন পালন করেছে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ।১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৩ তম জম্মদিনে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব রবিনের আয়োজনে কেক কেটে জম্মদিন পালন করা হয়।

received_1015245008586856

পৌরসভার আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির,ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন,পৌর আওয়ামীলীগের সভাপতি সেলিম পাটোয়ারী,পৌর কাউন্সিলর নুরনবী লিটন প্রমুখ।১৯৭৫ সালের কালো রাত্রীতে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারনে একদল বিপদগামী সেনা সদস্য স্ব-পরিবারে বঙ্গবন্দুকে হত্যা করে।সেদিন ঘাতকের নির্মম বুলেট শিশু রাসেল কেও ক্ষতবিক্ষত করে।ইতিহাসের সেই নির্মম হত্যাকান্ডের শিকার শিশু রাসেল যদি বেঁচে থাকতো তবে ১৮ অক্টোবর ৫৩ বচরে পা দিতো।শেখ রাসেল ১৯৬৪ সালে দিনটিতে জম্মগ্রহন করে।বঙ্গবন্দু পরিবারের জীবিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেহানা তাদের ভাই শিশু রাসেলের জম্মদিনে আবেগপ্লুত।ঢাকার একটি অনুষ্ঠানে শেখ হাসিনা অশ্রুসিক্ত নয়নে ছোট ভাই রাসেলের স্মৃতিচারন করে।

received_1015243491920341

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *