Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে কেন্দ্রিয় যুবলীগ নেতা অাবুল বাশার

 

সৈয়দ মনির অাহমদ : প্রকাশ- ৮ অক্টোবর ২০১৬, শনিবার।

fb_img_1475914689679
ফেনীর দাগনভুঞার কৃতি সন্তান বাংলাদেশ অাওয়ামী যুবলীগের কেন্দ্রিয় সহ সভাপতি মো. অাবুল বাশার সাংগঠনিক নেতা কর্মীদের সাথে সাক্ষাত করতে শনিবার সকালে সোনাগাজী এসেছেন।
এ সময় তিনি সোনাগাজী জিরোপয়েন্টস্থ উপজেলা অা’লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন,  কয়েকজন দুষ্কৃতিকারী  ও হাইব্রিড নেতাদের কারনে সোনাগাজী উপজেলা অা’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে। অাদিপত্য বিস্তারের জন্য দলাদলি করে দলের নেতা কর্মীদের নির্যাতন করছে।  অতি দ্রুত এর সমাধান হবে।   উপজেলা অা’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল অামিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এবং পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন উপজেলা অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও অামিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল অালম জহির, উপজেলা ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন, মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল,  চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন সবুজ, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি হোসেন টিপু,  উপজেলা ছাত্রলীগের সভাপতি সাঈদুল হক,  সাধারন সম্পাদক অাবদুল মোতালেব রবিন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক টুটুল পাটোয়ারী প্রমূখ।

fb_img_1475907274078
এরপর নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি  সোনাগাজী -ফেনী সড়কে নির্মানাধিন পৌরসভা গেইট, পৌরসভা কার্যালয় এবং পৌরশহর ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *