সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ৩০ অক্টোবর ১৬।
জাতীয় স্যানিটেশন প্রচার অভিযান ও স্যানিটেশন মাস ‘অক্টোবর ‘২০১৬ উপলক্ষ্যে সোনাগাজীতে র্যালী ও অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ ও সোনাগাজী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ অায়োজনে সচেতনতামুলক র্যালীটি অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান।
অপরদিকে, বুরো বাংলদেশ সোনাগাজী শাখার আয়োজনে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুৃষ্ঠিত হয়।
সকাল ১১টায় সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুনীল রায়, সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবদুল কাদের প্রমূখ।এসময় প্রায় শতাধিক গৃহীনি প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।
