by Monir Ahammed
সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ৩০ অক্টোবর ১৬।
সোনাগাজী উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবলীগ কর্মী অামিনুল হক প্রকাশ কালা মানিক ( ৩৩) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মতিগঞ্জে সিএনজি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে তাকে অাটক করা হয়। সে বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রুস্তম অালীর ছেলে ও এলাকায় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, প্রভাবশালীদের সহযোগীতায় পাইক পাড়া ও তাকিয়া বাজারের একাধিক জায়গায় মাদকের অাখড়া গড়ে তুলেছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ধৃত মানিকের বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরন সহ ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রবিবার বিকালে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
