সৈয়দ মনির অাহমদ : প্রকাশ- ২৮ অক্টোবর ২০১৬, শুক্রবার।
সোনাগাজী পৌরসভাস্থ জিরোপয়েন্ট সংলগ্ন ছাকলাদার মার্কেটের কসমেটিক্স দোকানদার মনোয়ার হোসেনের দোকানে একটি পাখা ও তিনটি এনার্জি বাল্ব ব্যাবহার করেন। গত অাগস্ট মাসের তৃতীয় সপ্তাহে তার মিনহাজ হোসাইন নামের মিটার টি পরিবর্তন করা হয়। মিটার নং ১৬৬২৫৯৫৪ হিসাব নং ৯-৩০৮-২০৪১। মিটার পরিবর্তনের অাগে জুনে ৭৯৫ টাকা, জুলাইয়ে ৭৪৬ টাকা ও অাগস্টে ৮৯৩ বিল ছিল। মিটার পরিবর্তনের পর সেপ্টেম্বরে বিল অাসে ১৫৩৫ টাকা। মনোয়ার হোসেন সোনাগাজীর অালোকে জানান, বাড়তি বিদ্যুত বিলের ব্যাপারে উপজেলা অাঞ্চলিক পল্লী বিদ্যুত কার্যালয়ে অভিযোগ করলে ৩০০ টাকা মওকুফ করা হয় এবং পরবর্তিতে ভুল হবে না বলে অাশ্বাস দেন কর্মকর্তারা।
গত ১৪ অক্টোবর রিডিং অনুযায়ী তার বিদ্যুত খরচ হয় ৩১৫ ওয়াট, বিল হয় ৩৩১৫ টাকা। যা পুর্বের তুলনায় প্রায় ৪ গুন।
মনোয়ার হোসেন অারো জানান, আমার পাশ্ববর্তী রিগ্যান ফ্যাশন গ্যালারী, ডাঃ সুকলাল হোমিও হল সহ সব গুলো মিটারে ৩ -৪ গুন ভুতুড়ে বিদ্যুত বিল হয়েছে।
এ ব্যাপারে সোনাগাজী পল্লী বিদ্যুতের ডি.জি.এম. মহি উদ্দিন মোশায়েদ উল্যাহ সোনাগাজীর অালোকে জানান, উপজেলায় অামাদের প্রায় ৫০ হাজার গ্রাহক। এ ধরনের টুকটাক অভিযোগ প্রায়ই থাকে। অভিযোগ পেলে অামরা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যাবস্থা গ্রহন করি। বাড়তি বিল অাসে মিটারের সমস্যার কারনে , দ্রুত ওইসব মিটার পরিবর্তন করা হবে।
