Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সোনাগাজী পৌরসভার অধিকাংশ সড়ক । খাল ও ড্রেন সংস্কার জরুরী।

kansu
১২ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন:-১১ অক্টোবর রাতের প্রবল ও একটা বৃষ্টিতে পৌর সভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক গুলো তলিয়ে গেছে। গ্রামের চলাচলের সড়ক গুলো র বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফসলি জমি গুলোতে ২/ ৩ ফুট পানি। জীবন যাএা স্থবির হয়ে পড়েছে। জানা যায় উপজেলায় ছোট বড় প্রায় ৪০ টি খাল দীর্ঘ দিন ধরে সংস্কার না করার করনে এ অবস্থার সৃষ্টি হয়।

ছবিতে : সোনাগাজীর পৌর সভার একটি সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *