Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে ভিজিডি অবহিতকরন সভা অনুৃষ্ঠিত

 

 

সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ২৬ অক্টোবর ১৬,  ১৫:০০।

 

দুঃস্থ্য মহিলা উন্নয়ন -ভিজিডি কর্মসুচীর অাওতায় জানুয়ারী ২০১৭ হইতে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ২৪ মাস চক্রের উপকার ভোগী নির্বাচন সংক্রান্ত অবহিত করন সভা অনুৃষ্ঠিত হয়।

বুধবার সকালে  নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুৃষ্ঠিত  সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী মো. শাহ পরান।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অায়োজিত সভায় অারো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, ইউপি  চেয়ারম্যান দেলোয়ার হোসেন,  জহিরুল অালম,  এম এ হোসেন,  ইসহাক খোকন, মোশারফ হোসেন বাদল,  মোশারফ হোসেন মিলন ,  প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন গঠন,  অাবদুর রহিম,  উপজেলা কৃষি কর্মকর্তা শরীয়ত উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, মুক্তিযোদ্বা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী এনজিও স্পার কো- অডিনেটর দেলোয়ার হোসেন প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন,  উপজেলা ১০৫০ জন দুস্থ্য মহিলা ভিজিডি কর্মসুচীর অাওতায় অাগামী দুবছর প্রতি মাসে ৩০ কেজি হারে চাউল পাবেন। তবে সরকার প্রদত্ত অন্যান্য উপকার ভোগীরা এ সুযোগ পাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *